ছাত্র-ছাত্রীদের বর্জনীয়
১। ছাত্রদের চুল এক ইঞ্চি অপেক্ষা রাখা যাবেনা। চুল কানের পাতা স্পর্শ করবেনা । চিপ ছোট হবে।
২। ছাত্রিদের চুল খলা রাখা,পাম্প করা বা কন প্রকার রং করা/চোখের রং পরিবর্তনের জন্য কসমেটিক লেন্স ব্যবহার করা, ভ্রূ তোলা যাবেনা। দুই বেণি করে আসতে হবে।
৩। বড় আকৃতির ঘড়ি,বেমানান বেল্ট পরা,মোজা ছাড়া জুতা পরিধান করা যাবেনা।
৪। কালো বেল্ট ব্যবহার করতে হবে।
৫। ব্যাগ ঘাড়ে আনতে হবে,ঝুলিয়ে আনা যাবে না।