সম্মানিত অভিভাবক বৃন্দের করনীয়
প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের জন্য প্রয়োজন ছাত্র-শিক্ষক-অভিভাবক এই তিনের সমন্বয় দরকার। আপনার সন্তাঙ্কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তলার জন্য নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেয়া অপরিহার্যঃ-
১। আপনার মূল্যবান সময়ের কিছু অংশ আপনার সন্তানকে লেখাপড়া ও দৈনন্দিন কর্মকান্ডের বিষয় সম্পর্কে জানার পিছনে ব্যয় করুন যাতে ভবিষ্যতে সে নীতি,আদর্শ ও নৈতিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়।
২। পরিবার হচ্ছে সুনাগরিক গড়ে তলার সুতিকাগার । নিয়মানুবর্তিতা,শৃংখলা,সাদাচারণ সহ সকল মানবিক গ্ণাবলী আমরা পরিবার থেকেই পেতে পারি। আপনার সন্তাঙ্কে সেই ভাবে গড়ে তলার দায়িত্ব নিন।
৩। ডায়েরি আপনার সন্তানের লেখাপড়া ও অন্যান্য বিষ্যের অগ্রগতি দর্পন। নিয়মিত ডায়েরি পর্যবেক্ষণ করুন ।
৪। সপ্তাহে কমপক্ষে একদিন সরাসরি প্রতিষ্ঠানে এসে বা মোবাইল ফোনে আপনার সন্তানের বিষয়ে শ্রেণি শিক্ষকের সাথে কথা বলুন।
৫। আপনার সন্তানের সুন্দর জীবন গড়ে তলার লক্ষ্যে আপনার মূল্যবান পরামর্শ ও সহযোগীতা এক্তান্তভাবে কাম্য।